কিছুদিন গত হলে গা সিমসিম-
টুনি বলে টোনারে ‘পেটে বুঝি ডিম!’
রটে যায় বনে বনে নতুন খবর!
আনন্দ উল্লাসে টোনা ফর ফর!

তুলো-ফোড়  খুঁটে বুনে-তুলতুলে বাসা,
বংশধর আসছে-রে মনে মনে আশা!
আশার তরীটি আরো ভিরলো কিনারে
যখন বাসায় টুনি দুটি ডিম পাড়ে!

পালা করে দুই জনে ডিমে দেয় তা।
কখনো বা এক সাথে ঘেষাঘেষি গা!
একদিন ডিম ফুটে বেড় হয় ছানা
চিঁ_চিঁ কলরবে খেতে চায় খানা!

টুনি ছোটে এদিকে টোনাটা ওদিক
খানা খানা চাই আনা আরো অধিক!
ছানারা তো গপাগপ খায় আর খায়
গিলেই হা করে আরো খেতে চায়!

সারাদিন টোনা-টুনি ভারি পেরেশান
তবু রাতে এক সাথে গায় সুখে গান!
গানে গানে রাত কাঁটে আবার সকাল
শুরু হয় টোনা-টুনি পেরেশানী হাল।

ছানাদের লোম ওঠে লোম থেকে ফোড়
ডানাতেও তারা পায় উড়বার জোর!
রঙে-ঢঙে হয়ে ওঠে ঝাউবনে সেরা,
বিস্ময়ে টোনা দেখে-ভাবে কে এরা!
কাদের এতো দিন আমি করেছি যতন,
দেখতে তো এরা সেই মামার মতন!

                 সমাপ্ত

___________________
# ০৮ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।