বড় বাবু ব্যথায় কাবু,
মেঝ বাবুর জ্বর,
ছোট্ট বাবু কোথায় গেছেন-
জানিই না খবর!

কর্মকর্তা, কর্মচারী-
এখন আমি একাই!
পেপার খুলে ছবি দেখি
মুডটা বড় দেখাই!

মাঝে মাঝে টেলিফোনেও-
করি হ্যালো হ্যালো,
মনে মনে হিসেব কষি-
ক’জন এলো গেলো!

এমন তরো অফিস আমি
নিত্য দিনই করি!
বলে দিলাম গোপন খবর
সরি! সরি! সরি!