রাজনীতিটা রাজার নীতি
যে নীতিতে দেশ চলে
সবার নীতি সমান হলে
দেশটা তখন বেশ চলে!

একটা সঠিক নীতি চাই
নীতিতে সম্প্রীতি চাই
উন্নয়নের পথে যেনো-
দেশটা অনিমেষ চলে।

___________________
# ২০ আগষ্ট ২০০৭, লালমনিরহাট।