আমাদের এ বাঙলা যে স্বর্গের তুল’
পৃথিবীর বুকে এক সুবাসিত ফুল!
নয় একটুও ভুল!

সবুজ শ্যামল শোভা, ফসলের মাঠ!
আহা! কতো পরিপাট!
মনে হয় যেনো রূপ-সাগরের হাট!

যেদিকে নয়ন মেলি মুগ্ধ! কী ছবি!
জন্মেছে হেথা কতো গুণীজন,কবি
রবি-নজরুল!

আমাদের এ বাঙলা যে গর্বের ধন!
যেনো মানিক-রতন
তাঁর প্রেমে তুচ্ছ আমার এজীবন!

____________________
মূল রচনা : ২৩ মে ১৯৮৭, ঢাকা।
ঘষামাজা :  ০৭ ফেব্রুয়ারী, লালমনিরহাট।