ব্যক্তির চেয়ে দলটা বড়
দলের চেয়ে দেশ;
এই কথাটা নেতা মশাই
প্রচার করেন বেশ!

কিন্তু তিনি নিজের বেলায়
মানেন না তা মোটে;
স্বার্থে টোকা পড়লে পরেই
গর্জে ভীষণ ওঠে’!

আমার পকেট তাঁহার পকেট,
তাঁহার পকেট তাঁর,
সেটা যদি আমার বলি-
মটকাতে চান ঘাড়!

___________________
১২ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট।