আমি-
শাওন রাতের বৃষ্টি ভেজা
একটি পাখি,
নিঃস্ব নিথর।
স্বপ্ন নিয়েই বিভোর থাকি!

যখন-
বাস্তব এসে হঠাৎ আমার
দাড়ায় পাশে.
পোড়া দু’চোখ
তখন আমার জলে ভাসে,
কাল-পাত্র
হয় একাকার দীর্ঘশ্বাসে!

তবে-
দৃশ্য আমার কেউ দেখেনা
আঁধার রাতে,
নিত্য আমি
লড়াই করি নিজের সাথে!

___________________
# ০৪ মার্চ ১৯৮৭, নাখালপাড়া,ঢাকা।