ঊননব্বই-১০

যেমন খুশী-
তেমন তোমার নীতি!
আম-জনতায়-
ছড়াচ্ছো ভয়-ভীতি!
নীতির ফাঁদে-
কাঁদছে যে সম্প্রীতি!

এখন যতো-
গাও ফাগুনের গীতি!
একদিন ঠিক-
উল্টে যাবেই তিথি!
জনরোসে-
পুড়বে সাধের বীথি!
ফাগুন তোমার-
তখন হবে... স্মৃতি!



ঊননব্বই-১১

আমরা অতি নরম!
সব কিছুতে শরম!
দিনে দিনে রক্ত পানি-
অবস্থা তাই চরম!

শক্ত করে মুঠি,
গর্জে যদি উঠি-
স্বৈরাচারের মন্ডু খাবেই-
ধুলোয় লুটোপুটি!