চৈতানন্দীর চৈতি নাচন,
প্রেম-সোহাগী মন,
হৃদয় মাঠে উথল-পাথল
দখিন সমীরণ!

ও বুবু তুই হাসিস কেন?
একটু খুলে বল।
মন আঙিনায় ঘর বেঁধেছে-
আবার কোন ছল?

ও বুবু তুই নিরব কেন?
ভাবছিস অতো কি?
আমি তো তোর লক্ষীসোনা
পাশেই রয়েছি!!

ও বুবু তুই কাঁদিস কেন?
চোখ দুটি যে লাল!
টোপর মাথায় নয়া কুটুম,
আসবে সেতো কাল?

২৩/০১/২০১৭, লালমনিরহাট।