ক.
ভালোবাসি বলেই তোকে
দূরে ঠেলে দিলাম!
তুই যে- আমার স্বপ্নে ছিলি
এটাই মেনে নিলাম!

আমি না হয় একা একা-ই
করবো জীবন পার,
তুই তো পেলি বাড়ি-গাড়ি
সাজানো সংসার!

খ.
শ্রাবণ ঝরা কোন রাতে
পড়লে আমায় মনে,
তুই ভেবে নিস এসেছিলাম
আমি দুঃস্বপনে!

স্বপ্ন সেতো স্বপ্ন-ই হয়
যায়না তাকে ছোঁয়া,
বাস্তবতার আলোয় মাঝে
হঠাৎ-ই যায় খোঁয়া!

গ.
ভালোবাসা ছাড়া আমার-
কি আর ছিলো বল?
অর্থ ছাড়া প্রেম বেশী দিন
থাকেনা নির্মল!

আমার বদল যাকে পেলি
তাকেই ভালোবাসিস!
তোকে ঘিরে সারাটি ক্ষণ
থাকলো আমার অাশীষ!