উড়ো চিঠি হাওয়ায় ওড়ে
রাই কিশোরী মন-
গাছে গাছে ফাগুন নাচে
উতল আয়োজন?

তাজা ফুলের গন্ধ আনে-
নতুন দিনের গীত,
কঁচি পাতায় অশ্রু মুছে
ঘোমটা পড়ে শীত!

এসো আবার বাসো ভালো
পৌষী বাড়ির মেয়ে,
সময় স্রোতে যাওগো আজি
মাঘের তরী বেয়ে!

                     ১৫ মাঘ ১৪২৩, লালমনিরহাট।