শিশির শিশির ভালোবাসা
মনের সবুজ ঘাসে-
যখনই তোর রূপের আলোয়-
খিল-খিলিয়ে হাসে!

ইচ্ছে  করে  তখন  আমি-
ভোরের পাখি হই;
তোর আঙিনায় উড়ে গিয়ে-
মনের কথা কই!

তোরে নিয়ে হারিয়ে যাই
অচিন কোন দেশে;
ভালোবাসার সূর্য যেথায়-
উঠবে রোজই হেসে!

                    ১৬ মাঘ ১৪২৩, লালমিনরহাট।