দাদা হাসে হো হো করে দিদি হাসে হিহি
দাঁত ছাড়া ঠাকুমার হাসি কতো মিহি!
পিসিমা হাসলেই ঠোঁট বাঁকা চাঁদ হয়।
মার হাসি মধু মাখা, দেখতেই সাধ হয়!
ছোট কাকি হাসলে দুই গালে পরে টোল!
বড় কাকা বেসুরো, হাসি তাঁর ভাঙ্গা ঢোল।
বাবনের খুড়ো হাসে অকারণে খ্যাক খ্যাক
হাসি শুনে মনে হয় অসময়ে ডাকে ভেক!
রাশি রাশি হাসি নিয়ে মাসি এলে বেড়াতে,
রাশভারি বাবা হাসি কই পারেন এড়াতে?
হা হা করে হেসে ওঠে জোক শুনে কাঞ্চন,
প্রাণ খোলা হাসিতে ভালো থাকে দেহ-মন।
দাঁত ভাঙ্গা সেজুতির হসিটা কী মিষ্টি!
ফোকলা দাঁতের হাসি কেড়ে নেয় দৃষ্টি!
হাসি নিয়ে গবেষনা করে চলে বান্টি,
যার মুখে হাসি নেই মলে দিও কানটি!