যখন বাউল বাতাস সবুজের বনে ওঠে মেতে।
তৃষ্ণার্থ নদীটি ছুটে সাগরের ভালোবাসা পেতে।
তখন আমার কি সাধ হয় জানো-
খুব খুব ইচ্ছে করে তোমার কাছে ছুটে যেতে!
তুমি তো বলে গেছো, ফিরবে না আর কোনদিন।
আজো তাই আড়ালে, রয়ে গেছো ঠিকানা বিহীন।
তবু আমি পথ চেয়ে থাকি রোজ
ভাবি, এই বুঝি শোধ হলো বিরহের যতটুকু ঋন!
সময় থাকে না বসে, ঘড়ির কাটায় চলে টিক টিক,
রাত কেটে দিন আসে, আবার মুখরিত হয় চারদিক!
আমি শুধু থেমে আছি হায়-
খোলসটা ছুড়ে ফেলে- হতে পারি না যে আধুনিক!
##### ২৩ মার্চ ২০১৭, লালমনিরহাট।