( আসরের অন্যতম জনপ্রিয় কবি শ্রদ্ধেয় অনিরুদ্ধ বুলবুল গত ০৭ মার্চ ২০১৭ "হঠাৎ কবি" শিরোনামে যে কবিতাটি প্রকাশ করেছেন তা পাঠ শেষে মন্তব্য করতে গিয়ে তাৎক্ষনিক ভাবে আমার এই "মূর্খের কবিগিরি" লেখা। অত্যন্ত শ্রদ্ধার সাথে কবিতাটি তাঁকে উৎসর্গ করলাম।)


প্রিয় কবির কবিতায় কোথা থেকে এলো এই মানে
তাঁর সাথে কোন কালে   অধমের হয়নি তো দেখা
তবু সে কেমন করে আমাকে ঠিক এই ভাবে জানে
তাঁর কবিতায় আজ অামার মুর্খের কবিগিরি লেখা।

আমারই তো নেই লাজ শব্দের কারুকাজ জানিনা
ছন্দ মাত্রা তাল নদ নদী বিল খাল কিচ্ছুই মানিনা
নিজেকে নিজে ভাবি না জানি কতো বড়কবি আমি
লাফালাফি ঝাপাঝাপি  বুঝিনা সব হয় পাগলামী।।

নেই আমার সেই মেধাটুকু  চাষ করি কবিতা মাঠ
ফলাই নতুন কিছু কোনকালে কেউ করেনি আবাদ
আমার দম্ভ পড়ে লোকে ভাবে কোথা করেছি পাঠ
কে যেন লিখেছিল সেটা নয় ঠিক সেই মতো স্বাদ!

অভিনয় শিখিনিকো এতোটুকু মঞ্চে উঠে তবু নাচি
মুখ টিপে হাসেন কেউ ভান করে আসে কাছাকাছি
কবে যে হবে বোধোদয়  এই আপনার মাঝে ফের,
নিজেকে বলবো থামরে...হাসাহাসি যা হয়েছে ঢের!