রঙ ভরা এই রঙের মেলায়
দেখছি কতোই খেল্
নেড়া মাথা পেলেই সেথায় -
ভাঙ্গছে সবে বেল!
         আবার-
         তেল রয়েছে এমন মাথায়-
         দিচ্ছে ঢেলে তেল!


ধর্ম গুরুর কর্ম নিয়ে-
কেউ করেনা রা’
তাতেই নাকি ধর্মের উপর-
পড়বে ভীষণ ঘা!
         আবার-
         ধর্মভীরুর (!) কর্ম দেখি-
         টিপছে গুরুর পা!


লম্বা হাতে রম্ভা রেখে-
পাচ্ছে যেটাই খপ!
গণতন্ত্রের মন্ত্র ঝেড়ে-
গিলছে নেতায় সব!
         আবার-
         সেই নেতারই পক্ষ নিয়ে-
         আম-জনতার রব!


#### ২৮ মার্চ ২০১৭, লালমনিরহাট ####