আলতা রাঙা ভুবনডাঙ্গা জোড়া বাঁশের সাঁকো
ধূসর নীলে আলোর ঝিলে গোধূলী রঙ মাখো!
সাঁঝের মায়া অবাক ছায়া শিশির কণার হাসি
ধুনোর ধূপে অরূপ রূপে বললো ‘ভালোবাসি’!


চাঁদের চেয়ে জোনাক মেয়ে’ পুলক ভরা মন
তাই ছড়ালো নিয়ন আলো জোছনা আঁকা বন
সবুজ সিঁড়ি ঝিরি ঝিরি হাওয়াতে খায় দোল
কই হারালি পাখ-পাখালী নিঝুম রাতের কোল!


স্রোতের টানে  সাগর পানে  দুরন্ত এক নদী
ঢেউয়ের ঠোঁটে কিরণ লোটে গগনে চাঁদ যদি!
সানন্দী নাচ বাতাসী মাছ  খলসে-পুঁটি মেয়ে
হেসে হেসে অচিন দেশে চলছে উজান বেয়ে!


ঐ যে পাহাড় দেখছি তাহার ধূসর কালো মুখ
বৃষ্টি ছোঁয়া স্নেহের ধোয়া ঝরনা ধারায় সুখ!
আমার সাথে এমন রাতে সখ্যতা নেই কার
মনের কবি আঁকুক ছবি ইচ্ছে মতো-ই তার!


### ০২ জুলাই ২০১৭, লালমনিরহাট ###