বুকের তাজা রক্ত মেখে-        
সবুজে লাল বৃত্ত এঁকে
তোমায় কিনে এনেছি স্বাধীনতা!
কামার কুমার জেলে চাষা      
বুকে ছিলো কতোই আশা
তুমি-ই ছিলে সবার প্রাণের কথা!


মুজিব যখন দিয়েছে ডাক    
এদেশ আমার, দিবোনা ভাগ
দীপ্ত সাহস জেগে ওঠে মনে,
প্রাণের মায়া তুচ্ছ করে,  
অসীম সাহস বুকে ধরে
ঝাপিয়ে পরে কঠিন রনাঙ্গনে!


ন'মাস ধরে লড়াই শেষে        
সোনার আলো উঠলো হেসে
বিজয় এলো ষোল ডিসেম্বরে
কতো প্রাণের জন হারিয়ে        
লক্ষ যোজন পথ মাড়িয়ে  
তোমায় পেলাম চির আপন করে।।
-------------------------------
# ২৬ মার্চ ২০১৮, লালমনিরহাট#


প্রকাশিত : দৈনিক ভোরের কাগজ
             ২৬ ডিসেম্বর ২০২২/ ১১ পৌষ ১৪২৯
লিঙ্ক : https://ebhorerkagoj.com/city/2022/12/26/9