একবিন্দু শিশির ফোটা--সূর্য ওঠা দেখেছিলো
দিবাকরের বিশালতা--ছোট্ট বুকে রেখেছিলো
সংগোপনে মনের ঘরে স্বপ্ন কতো এঁকেছিলো
সূর্যদেবের নরম আলো অঙ্গ জুড়ে মেখেছিলো


সূর্য যখন আপন বেগে আপন পথে ছুটেছিলো
কখন যেন মায়ার বাঁধন আলগা হয়ে টুটেছিলো
ক্রমে আলো নরম থেকে চরম হয়ে উঠেছিলো
ক্ষণপরে শিশির ফোটার চিরবিদায় জুটেছিলো!