(আমার অত্যান্ত কাছের এবং আসরের প্রিয় কবি পি.কে বিক্রম এর সুদক্ষিনার চিঠি-১ কবিতার ছায়া এটি। ভাবনাটা তার শুধু অন্ত্যমিলে সাজিয়েছি আমি। আমার এই প্রচেষ্টাও তাকে উৎসর্গ করলাম)


প্রিয় অরিন্দম-
জানি এখন... তোমার হাতে সময় বড়ই কম!
ব্যস্ত এতো, ফুরসত নেই কোথায় ফেলো দম!
তবুও রোজ আশায় থাকি-
ডাকে যদি ভোরের পাখি
আবার হবো মাখামাখি... প্রাণের প্রিয়তম!!


শুনলাম... কাল এসেছিলে আমার শহরটাতে।
হয়নি দেখা, তাই বলে কী দুঃখ পাবো তাতে?
তোমার পথে হাঁটতে গিয়ে- 'দিন বদলের কাজে'
আমি আছি পিছিয়ে পরা হাজার লোকের মাঝে!
পরের ঘরে জ্বালাই বাতি, নিজের আলো নিভে,
বলতে পারো ঠাকুর আমায় আর কতো সুখ দিবে?


পরিশেষে... এইটুকু চাই তুমি ভালো থেকো,
কাছে আমায় নাই বা নিলে, শুধু মনে রেখো।
ভেবে দেখো আমি তোমার, তুমি আমার কি না!
                                      ইতি সুদক্ষিণা।