তাই! তাই! তাই!
হাতপেতে খাই!
বানেতে ভেসেছে সব-
বাড়ী-ঘর নাই।


ছিলো বটে সংসার
সাত রঙা রং তার!
মাথাগুজি এতোটুকু
নেই আজ ঠাঁই!


তাই! তাই! তাই!
হাতপেতে চাই!
খেয়ে লই চেঁটেপুটে-
যেখানে যা পাই!


স্বজনেরা কে যে কই
শুধু বুকে স্মৃতি বই
কোনদিন পাবো কি না
জানে’ শুধু সাঁই!!