(এই কবিতার উৎস শ্রীমান তমাল ব্যানার্জির ০২ এপ্রিল২০১৮ তারিখে আসরে প্রকাশিত "চেনা-অচেনা" কবিতা থেকে। কবিতাটি শ্রদ্ধার সাথে তাঁকেই নিবেদন করলাম)


সাগর তটে দাঁড়িয়ে তুমি
পা ভেজানোর ছলে,
ঢেউরা এসে ছুঁইলাে যখন
আদর মেখে জলে;
কোন ক্রমে-ই মনটা আমার-
মানছিলো না বাধ,
ইচ্ছেগুলোর তখন শুধু
উর্মি হবার সাধ!


গোধূলী রঙ যখন এসে-
পড়লো তোমার গায়ে,
মনটা আমার ভেসেছিলো
কল্পলোকের নায়ে;
শেষ বিকেলের সূর্য হয়ে-
ছড়িয়ে দিলেম হাসি;
আলোর সাথে মিশে তখন
তোমায় ভালোবাসি!