(০২.০৩.২০১৮ তারিখে আসরে প্রকাশিত প্রিয়কবি অনন্ত গোস্বামী’র “তুমি এলনা” কবিতার মন্তব্যে লেখা কবিতা। তাঁকেই উৎসর্গ করলাম।)


তুমি ডাকলেনা, তাই...
কবিতা' হাতে রাখলুম আমার হাত!
সেই তো এখন আমার আপন
তারে নিয়েই জীবন যাপন
সেই তো আমার পূর্ণশশী, আঁধার রাতে চাঁদ!


তুমি ডাকলেনা, তাই...
তোমার কাছে যাবোনা আর সেধে!
জ্বলুক বুকে তুষের অনল
ঢালবোনা আর সেখানে জল
নেবোনা আর কাউকে কখন প্রেমডোরে বেঁধে!


তুমি ডাকলেনা, তাই...
নিজে-ই হলুম ঘরছাড়া যাযাবর!
যার যা খুশী বলুক লোক,
কেউবা কাতর হলোই শোকে!
বাউন্ডেলে হবো-ই আমি বাঁধবো নাকো ঘর!
________________________
০২ ফেব্রুয়ারী ২০১৮ লালমনিরহাট।