আমি আবার অন্তরক দুয়ার আসতে করে খুলব,
উষ্ণ বাতাসের ভর করে আমি নিশ্চিত তোমার ঘ্রানে আমি বিমোহিত হবো।
রুম স্প্রেড তোমার সুগন্ধিতে হিংসায় কাতরাবে।
আমি তারপর নীল পাঞ্জাবি পরে পায়জামা পরবো।
ঝাঁকরানো চুলে ভোরের খুব সকালে উঠোনে আসবো।
তুমি আসবে তাই আসবো।
তুমি হলুদ শাড়ি পরনে কুয়াশাই আধলা অধলায় সম্মুখে আমার।
আমি অবাক হয়ে তাকাবো,সত্যি ছুব না।
ভালোবাসা ছোঁয়ার নয়,তা অনুভবের।
হাটবো,সেন্ডেল পায়ে আমি ঘাস মারবো।
তুমি হাসবে,হাসবে আর তোমার চুলে পাখি জাগবে।
সকাল হবে!
এইভাবে একদিন বৈশাখ আসিবে আবার।
হাটু জলে পা মিলাবো গুনে গুনে।
তুমি পরে যাবে জলে,জল কাপাবে।
আমায় ভর নিবে,আমি উষ্ণ দিব।
উষ্ণ দিব বটের তলে বজ্রপাতের ভীরে।
আমি কাব্য হবো,তুমি কবিতা।
আমি কবিতা পরবো,তুমি কাব্য।
এইভাবে আমরা হেসে খেলে ভালোবাসা পালন করিব।
হ্যা গো, সত্যি মনের আড়ালের ওই ঠিক অদেখা ভালোবাসা ওই ঠিক জায়গায় রাখিব।
কেউ দেখিবে না,তুমি আমি আর এই চির সাহ্মি
প্রকৃতি।