নেই রাগ পানির,
নেই চোখের ঘুমো নিভির।
সারাটা রাত কল্পনার পথে পায়াচারী করেছি,
কখনো ভাংগা কলম নিয়ে,
আবার কখনো ছিঁড়া জুতো হয়ে।
মৃত অতীত ডানা মেলে ভোর রাতের আকাশে,
কাকের সহজাত হয়ে।
ঘুণ ধরে স্বপ্নমান দেয়ালি চোখে।
আবার ঘুরে ফিরে গান,
আবার এক নতুন সকাল।
এইবার আবার, আবার,
আবার আমি নিশাচরী
মানুষ মুখী দার।