হে গো জননী,
সৃষ্টির আদিতে আমি নিশ্চয় সুন্দর নর ছিলাম।
ভালোবেসে, ভয়ে তুমি পাতিলের
দু খানা কালি নিয়েছ তুলি।
ভাবিয়া মরে তুমি পুত্র আমার সোনার খানা দেহে চাহি,
কেউ যদি আহ আহ করে মরি।
আমি তবে হবো ময়লাটে কুলি।
দু খানা কালি হাতে,এক পশলা তৈল
মেখে একে দিলে ললাটে তিলক।
হায় গো জননী,
তোমার তিলকের অভিশাপে আমি কালু হয়,
পছন্দ করিতেই কোনো সীমন্তিনী,
মুখে দু খানা ফেনা তুলি কই
কালামুখো তুমি,পারি না বাসিতে ও গো কংকাল সারি।