খুব ভোরে বিপ্লবের লাল নিশান সাদাকালো চওড়া কপালে ঢেকে নিবো বলে যখন চোখ খুলি,
তখনি....
সূর্যের গায়ে লেগে থাকে বরফ খণ্ড আঠার মাস।
চাঁদে যৌবনের বুকে বার্ধক্য বিধে অনন্ত রাত,
তারারা ঝুলে পচে বিদ্যুতের তারে হয়ে আড়াই হাজার কালো  কাক।
আমার বিপ্লব না হওয়া বাধ্য।
আমি কাপুরুষ আমি আহত কংকালসার।