আমি বসে ছিলাম,পূর্ব দিঘীর পাড়ে
মনে জাগে বাংলার, উপরূপ বৈচিত্র,
এই সোনার বাংলা, তোমায় মনে পড়ে
গোলাভরা ধান,পুকরে মাছ সে চিত্র।


তোমায় গড়তে কত, যে আশা আমার
সপ্নের ন্যায় পারিব, গড়তে তোমায়,
দেশপ্রেমে গুনীজন থেকেছে কুমার
গরীব দুঃখির প্রতি থাকিব সদয়।


এ প্রকৃতির পাশে, থাকিব চিরকাল
যত বাঁধা আসুক, আছি দেশের পাশে,
স্বাধীনতা রক্ষার পনে,দেশ উজ্জ্বল
ছড়িয়ে পড়ে দেশের মান,বিশ্ব যশে।


দেশের মোদের থাকবেনা কোন ক্লান্তি
দেখ চেয়ে চারদিকে শুধু সুখ-শান্তি।


রচনাকাল.....২৫/৭/২০০৮ ইং


এই সনেটটি শেক্সপিয়র এর রীতিতে লেখা,তাদের অন্তমিল হল,কখকখ,গঘগঘ,চছচছ,জজ।তাই এই কবিতার অন্তমিল হল-ড়েত্রড়েত্র,রয়রয়,লশেলশে,ন্তিন্তি।