আমি কি ভালবাসব, তোমার দেহ কে
না তাহা পারিনা, ভালবাসা অন্তরে
দুটি অন্তরে, আঙ্গিগন হৃদয় বাঁকে
তোমার সুপ্ত ভালবাসা প্রকাশ করে।


তোমি যে আমার হৃদয়, তোমি জান কি?
জানবে কি, তার আগেই নিয়ে নিয়েছি
ফুলকড়ি ভ্রমর ছাড়া বাছবে  না কি?
তাকে আমার ছোট্ট পাখি দিয়ে দিয়েছি।


তোমার বুকের, রস ছাড়া বাচঁব না
নাপাক পানি দিয়ে, করব জমি চাষ
কোল জুরে  আসবে, সন্তান রাজপোনা
সত্যি প্রেম ভাঙ্গবে, কোন মাহা পুরুষ।


বিশ্বেয় অমর হয়ে আছে দেবদাস
ভালবাসার উপরেই করব বাস।


রচনাকাল.....০১/৮/২০০৮ ইং


এই সনেটটি শেক্সপিয়র এর রীতিতে লেখা,তাদের অন্তমিল হল,কখকখ,গঘগঘ,চছচছ,জজ। তাই এই কবিতার অন্তমিল হল-কেরকের,কিছিকিছি,নাষনাষ,সস।