ছয়টি  ঝিতু একটি হল
বর্ষা তার নাম।
ষাট দিনের বর্ষার ঝতু
আশাঢ় শ্রাবণ মাস।
সে দিন থেকে বৃষ্টি ঝড়ে
টাপোর টুপুর শব্দ করে।
গায়ে যখন বৃষ্টি এলো
কৃষকের মনে শান্তি পেল।
গায়ের ছেলেরা দৌড়ায় মাঠে
আনন্দে তাদের বুক ফাটে।
বৃষ্টির সাথে খেলবে ওরা
হরেক রকম খেলা।
অতি বৃষ্টিতে বর্ষা তাদের
ফসল তলিয়ে যে যাই।
বর্ষা যখন কমে এলো
দুঃখ তাদরে কেটে গেল।


 রচনাকাল...০৫.০৯.২০০১ ইং/লাইন-১৬
 ১ম দৈনিক ইলশেপাড়-২৫/০৬/২০০৭ইং-চাঁদপুর।