হে বৈশাখ
তোমার পরশে মুক্তি মিলবে
কল্যাণ বয়ে আনবে সেই প্রত্যাশা
নতুন দিন নতুন সময়ের প্রতীক হবে
ভুলত্রুটি ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলে
সুখ শান্তি সদা প্রাণ গেয়ে উঠবে গান।
সময়ের সিঁড়ি বেয়ে অবশেষে
বারটি মাসের সূচনা পহেলা বৈশাখে
সাজলে অপরূপ সাজে বাংলার হৃদয়ে
নব যৌবনের ধার উন্মোচিত করে
আশায় বাধায় বাসা প্রার্থনা দুঃখ জয়ে
মঙ্গল কামনায় পথ চলিবো হে এক সাথে।
হে বৈশাখ
তোমার বারতায় বিশ্বাসে বাঁধে বুক
খুঁজে বেড়ায় আনন্দ পদ্ম পাতায় জল
ছন্দ কবির কবিতায় মৃদু হাওয়ায় ঢল
একরাশ ভালোবাসা সমৃদ্ধ ছড়ায়
ফুল ফোঁটে পাখি গায় মন রাঙ্গায়
স্বাধীন চিত্তে পরম মিত্তে বাধি আত্মায়
ভুল থেকে শিক্ষায় শিক্ষিত পথ চলায়।