প্রাণ প্রিয় বন্ধুয়া সুজন
বৈঠা ছাড়া নৌকা যেমন মৃল‍্যহীন
তেমনি বন্ধু ছাড়া,
তবে বন্ধুর মতো বন্ধু
ধন‍্য জীবন ধন‍্য মরনে।
সৃষ্টিকর্তা দুনিয়া সৃষ্টির আগে
বন্ধু করছেন সৃষ্টি
তাই বন্ধু শব্দটি এত মধুর
এত জীবন্তময় ইষ্টি।
বন্ধু নিয়ে বহু লেখক
লিখেছেন কত লেখা
কত বন্ধু বন্ধুর মোহনায়
করেছে সুখ রচনা।
বন্ধুর জন‍্য ভালোবাসা শর্তহীন
অফুরন্ত সাদাময় দাগহীন।
তাই সেই গানের সাথে বলে উঠি
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে এক সাথে
সে হলো বন্ধু,বন্ধু আমার।