হে বসন্ত,
ঋতুচক্রে তুমি বিদায়ের সুর
                    ফাল্গুন চৈত্র,
দু'টি মাসকে নিয়ে পথ চলা।
                  তোমার কারণে,
জাগ্রত যৌবনের সঞ্জীবনী রস
                ফিরে পাই,
নিজেতে প্রাণ উৎসাহ উদ্দীপনা।
                  তোমার পরশে,
গাছে গাছে জেগে ওঠে কিশলয়
                       ফুলে ফুলে,
রঙিন চারপাশ পাখিদের কলতান।
                            কি অপরূপ,
কি সৌন্দর্য কি মায়া নিকেতন
                         মুগ্ধ নয়ন,
স্বতঃস্ফূর্ত প্রাণ গেয়ে ওঠে গান।