মাকড়সারই জালের মতো
জাল বিছাইছে জাল
দুঃখ কষ্ট একাকারে
আমি বে-সামাল,
পাইনা খুজে কোন কিনার
চতুর্দিকে দেয়াল।
কোন পথে হাটি আমি
কার সাথে করি লড়াই,
পাইনা খুজে পাইনা বন্দর
কোথায় করি আমায় নোঙ্গর,
হা-উতাসে ছটফট করি
শ্যালার মতো ভেসে চলি,
পাইনা খুজে পাইনা ভেবে
বাচার কোন ডাল
ওরে বাচার কোন ডাল।
সুখেরই পথ খুজতে খুজতে
দুঃখ করলাম ভারি,
ঘুম আসেনা ঘুমের চোখে
ভেতর বাহির জ্বালা বুকে,
আমার আমি নাইতো আমি
সুখ যে এখন অতি দামি,
পাইনা খুজে কোন গতি
নায়ের ছেরা পাল
আমি নায়ের ছেরা পাল ।