কবিতার ভাষায় বলবো নাকি ?
গল্প গানে উপন্যাসের ভাষায় বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
ভোরের ডাকা পাখির মতো করে নাকি ?
রাতের নিস্থেজ শব্দের মতো করে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
কোকিলার সুরে বলবো নাকি ?
ময়না,টিয়া,বউ কথা কও সুরে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
বৃষ্টির ছন্দে বলবো নাকি ?
নদী,সাগর,ঝর্ণার ছন্দে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
গোলাপের মতো চুলের খোপায় মিশে নাকি ?
জুঁই,চামেলি,রজনীগন্ধ্যায় মিশে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
আকাশের সাথে রংধনুর রঙে জড়িয়ে নাকি ?
দুষ্টতায় দক্ষিণা বাতাসের সাথে জড়িয়ে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
লবনের মতো করে জড়িয়ে নাকি ?
মিষ্টি,চিনি,মধুর সাথে জড়িয়ে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
আদরের সাথে উষ্ণতা জড়িয়ে নাকি ?
মায়া,মমতা,দরদের সাথে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
তবে কি ?
আমি আমার মতো করে নাকি ?
ইতিহাস,ভবিষ্যৎ,বর্তমান এর মতো করে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।