মা
এই ভূবনে তুমি ছাড়া কেহ আমার নাই
একূল ও কূল সর্বকূলে তোমায় দেখতে পাই ,
অস্তিত্ব আমার জুড়ে তোমার শুধু ঠাঁই
মাগো তোমার শুধু ঠাঁই ।
তুমি যতো মারো কাঁটো তুমিই ভাল আছো
তুমিই আবার আদর সোহাগ তুমিই কাছে ডাকো
তোমার আঁচল ছায়ায় মাগো মুখ লুকোলেই যেন
শান্তির পরশ পাই আমি যা কোথাও আর নাই
মা তুমি এই আমার ছারা আপন কেহ নাই
দু'চোঁখ জুড়ে তোমায় দেখলেই
বেহেস্ত খুঁজে পাই মাগো বেহেস্ত খুঁজে পাই ।
তুমি আমার ভাল মন্দ তুমি সুখের ছন্দ
তুমিহীনা মাগো যেন আসল নয়ন অন্ধ,
তোমার বুকে মাথা মাগো যেই না রাখি সধাই
তোমার মায়া ভালবাসার পরশ ও ভুলাই ।
করিম বলে জন্মমাতা
তোমার কবু নাই তুলনা,
জগৎ সেরা মাগো আমার যার দ্বিতীয় নাই,
দু'চোঁখ জুড়ে তোমায় দেখলেই
বেহেস্ত খুঁজে পাই মাগো বেহেস্ত খুঁজে পাই ।