নিজেই নিজের কাছে অবাক হই
যা কখনো ভাবিনি স্বপ্ন ও দেখিনি
হঠাৎ বিজলী চমকানো বিদ‌্যুতের মতো
জীবনটা যেন এলোমেলো হলো,
          চোঁখেতে চোঁখ রাখলো
                      হাতে হাত রাখলো
                                    ভালবাসলো,
ঠোঁটে ঠোঁট রেখে বুঝিয়ে দিলো ভালবাসা ।
     তুমি এখন আমার ভাবনার খোরাক
          নিত্য চিন্তায় পাওয়ার মাঝে তুমি
              তুমি যেন এখন আমার আমারই
                  তোমাকে প্রতিক্ষণ প্রতিপ্রহর ভাবি
                                যা আগে পিছে শুধুই তুমি ।
                                   অন্তরে তুমি বাহিরে তুমি
                                      তুমি যেন চারপাশ
                                  এক অনন্যা প্রয়াশ,
এক আকাশের নীচে যেমন হাজার প্রতিকুলতা
       প্রকৃতি একে অপরের সঙ্গে সম্পৃক্ত
              তেমনি তুমি আমার ভালবাসার,
                     যা আছে তার প্রতিটির সঙ্গে
                             অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত,
                                         অতএব জানিও,
                                   আগে পিছে শুধুই তুমি ।
          এক নদীতে যত পানি
          যত পানি সাগরে,
          আমার ভালবাসা অফুরন্ত তোমার জন্যে
          তোমায় ভালবাসে আর যানে,
          আগে পিছে শুধুই তুমি ।
                    চাওয়া পাওয়ার যেমন শেষ নেই
                    আমার ভালবাসার ও তেমন শেষ নেই
                    আমি তাই শুধু যানি,
                    আগে পিছে শুধুই তুমি ।
যতটুকু যানি সুখ সহজে দেয়না ধরা
কিন্তু আমার সুখ তুমি,
সেই তুমি এত সহজেই ভালবাসার
প্রেমের ফুলদানিতে ফুল করে রাখবে
হৃদয়ের জঠোড়ে সুখের কুঠিরে
বিশ্বাসের নিশ্বাসে রাখবে ।
                   যে সুখের বহর করছি বহন
                   আমি ও চাইনা তুমি ভাসো দুঃখ গহীন
                   কষ্টের কাছে হও বন্ধি,
                   মস্তিষ্ক সুস্থ থাকতে চাইনা সখী
                   চোঁখের নোনা জল হোক সন্ধি,
                              অতএব,
                   তুমি শুধুই আমার এবং আমার
                   যার,
                   আগে পিছে শুধুই তুমি ।
তোমার জন্যে যেমন জীবন দিতে পারি
তোমারই জন্যে আবার বাঁচতে ও পারি,
তুমি যেমন আশা তুমি তেমনই ভাবনায়
তুমি তেমন স্বপন তুমি তেমনই পূর্ণতায়,
তুমি স্মৃতির পাতা জুড়ে মধুপূর্ণিমা ।
যা,
আগে পিছে শুধুই তুমি
এবং তুমি ।
          যার শুরু আছে শেষ নেই
             এমনই ভালবাসার অস্থিত্ত্ব জুড়ে তুমি,
                             আগে পিছে ও শুধুই তুমি ,
                                  এবং তুমি ।
বিঃদ্রঃ
        তুমি এবং তুমিই
                    আগে পিছে শুধুই তুমি ।