এই মনের ক্ষুধা প্রেমে মিটাতে গিয়ে
                     চোঁখরই জল যেন নাস্তা
                    ডিম পোছটের সাথে দুঃখ কষ্ট
                               একাকার হয়ে যেন খাস্তা ।
স্বপ্ন সুখে ঘর বাধিঁবার
             সকল আশা যেন নষ্ট
                    চায়ের কাপে চুমুক বেদনার রং
                                           সারা অঙ্গ যেন পষ্ট,
              যেন যন্ত্রনা পিচ ডালা রাস্তা ।
ভালবাসার সকল ভাবনা
                 শুকনো পাতার মতো ঝড়ে
                        ভোরের সোনালী রৌদ অন্তরালয়
                                 পোড়া আগুন হয়ে যেন পোড়ে,
             সাগরের জল যেন যাতনায় নোন্তা ।