সবার চোখে সব কিছু ভালো মনে হয় না,সবার কাছে সব কিছু ভালো লাগে না,সবাই সব কিছু করতে পারে না, সবাই সব কাজে সফল হয় না,সবাই দুঃখ দিতে পারে না,সবাই মন কাড়তে পারে না,সবাই কবিতা লিখতে পারে না,সবাই মন্তব্য করতে পারে না এবং সবাই সমলোচনা ও করতে পারে না । সবাই যদি সব কিছু করতে পারতো,তবে কি হতো তা জ্ঞানীরাই বুঝবে । তাই সবার কাছে সব কবিতা ভালো লাগবে এটা ঠিক নয়,সবার মন এক নয়,এটাই বাস্তব । তাই আমি মনে করি,যে লিখতে পারে,লেখার আগ্রহ আছে তারা যতটুকু সম্ভব লিখতে থাকুন এবং লেখার আগে যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করুন ,তবেই উন্নত মানের লেখা ,শব্দ ও ছন্দ মন থেকে বেড়িয়ে আসবে । যারা সমলোচনা করেন তারা এমন কোন সমলোচনা করবেন না,যারা নতুন লেখক তাদের শুরুতেই মন ভেঙ্গে যায় ,লেখার আগ্রহ কমে যায় । তাই যারা নিয়মিত লেখেন,বুঝেন,জানেন তারা নতুন লেখকের লেখা পড়লেই বুঝবেন । তাই নতুন লেখকদের মন ভাঙ্গা নয়,উৎসাহীত করি । কারণ এক সময় দেখা যাবে তাদের কাছ থেকেই এমন কিছু লেখা বেড়িয়ে আসবে যা সাহিত্য জগতের জন্য উপযুক্ত ।
ধন্যবাদ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!