আধার রাতে প্রদ্বীপ জ্বেলে
তোমার আশায় থাকলাম বসে
আপন হয়ে তুমি আসলে না
না,পাশে এসে বসলে না
না,তুমি আমায় ভালোবাসলে না ।
ভেবে ছিলাম আসবে তুমি
উজাড় করা প্রেমে
হাত বাড়িয়ে রাখবে হাত
আমি তোমার শ্যামে,
ভাবনা আমার মিথ্যে হলো
তুমি আসলে না
না,হাতে হাত রাখলে না
না,দু'টি হাতের বন্ধন এক হলো না ।
স্বপ্ন ছিলো আসলে তুমি
সাজাবো তোমায় বধু
চাঁদ পূর্ণিমার বাসর ঘরে
আদর করবো শুধু,
স্বপ্ন আমার ভেঙ্গে গেলো
তুমি আসলে না
না,বধু বেশে দেখা হলো না
না,কাছ থেকে দু'চোখ জুড়ে দেখা হলো না ।