একুশ আমার মায়ের ভাষা, একুশ ভাইয়ের প্রাণ
একুশের জন্য কথা বলি আজ, একুশের গাই গান।
যারা বায়ান্নর সেই একুশে, নিজের রক্তে দিয়েছে প্রাণ
সালাম জানাই সালাম, লক্ষ কোটি বার।
একুশ আমার, দেশের মাটি, সোনার বাংলা
বর্ণমালায় শব্দ গাঁথা, নকশী কাঁথার মাঠ।
একুশ আমার, মায়ের মুখের হাসি
বাবার গায়ের চাদর, জড়ানো মায়া আদর।
একুশ আমার, বেঁচে থাকার প্রাণ
সুর আর ছন্দে তাল, নাওয়ে তোলা পাল।
একুশ আমার, শীতল মায়ের কোল
রান্না মাছের ঝোল, শিশির পাতায় দোল।
একুশ আমার, সবুজ ফসলের মাঠ
কৃষকের আনন্দ উল্লাস, মুক্ত বাতাসে নিশ্বাস।
একুশ আমার, পাখপাখালির গান
নদীর ছন্দের কলতান, ভেসে আসা আযানের ধ্বনি।
একুশ আমার, শিশুর হাতে নতুন বই
কাচা হাতে আঁকা বাঁকা, হাতেখড়ি শব্দ তুলি।
একুশ আমার, শীতের শিশির কুয়াশা
ভাপা পিঠায় রসনার স্বাদ, খেজুর রসে মিটানো পিয়াস
একুশ আমার, প্রিয়ার রাঙা পায়ের ছাপ
অন্ধকারের প্রদ্বীপ শিখা, পদ্মা, মেঘনা, যমুনা।
একুশ আমার, ভালোবাসার হাতের চিঠি
পূর্ণিমা চাঁদ  আর গৌধূলী, ভোরের সোনালী সূর্য।
একুশ আমার, মায়ের কান্নায় শিক্ত চোখ
ভাইহারা বোনের মায়া, কবির কবিতার পাতা।
একুশ আমার, একাত্তরের জয়ের মালা
সৃষ্টির অপার স্বাধীনতা, সবুজের মাঝে লাল পতাকা।
একুশ আমার, গাঁথা স্মৃতির মালা
এই বাংলা বাংলা আমার, লক্ষ কোটি প্রাণ হারা।
নিজেকে উৎসর্গ বুকের তাজা রক্তে
ও আমার প্রাণের ভাই, ভুলিতেতো পারি নাই
জাগায় হৃদয় ভালোবাসা, অমর একুশের ফেব্রুয়ারি।