জন্মই হয়েছে তোমার নিত্য নতুন রচিতে,
কাব্য,গল্প,ছন্দের মাঝে ভিন্ন জগৎ গড়িতে।
যেথায় ধরিয়াছ তুমি হয়েছে সবই সোনা,
সৃজন করেছ ধরণী শুন্যে অমিত সম্ভাবনা।
কোন বিশেষণে অভিহিত করে কলম করি শাণিত!
সবের মাঝে হারিয়ে গেলে হই যে নিত্য প্রাণিত।
এতো বড় মানুষ, মহৎপ্রাণ পায়নি কখনো বাংলা,
জীবনটার পরতে পরতে ঘিরে দাঁড়িয়ে ছিলো জ্বালা।
তবুও দমে যাওনি কখনো পড়নি কখনো নুয়ে,
বীরদর্পে এগিয়ে গিয়েছ আকাশ প্রদীপ ছুঁয়ে।
লেখার মাঝে সেজেছে বৃহৎ পৃথিবী হয়েছে খাটি,
রবি নামের নক্ষত্রের আগমনে ধন্য বাংলার মাটি ।।