জানিনা কাহারে খুঁজিতে আজিকে কলম
লইয়াছি হাতে,
জানিনা কাহারে দেখিতে কোথায়
চলছি আঁধার রাতে,
যেথা' পথ পাই শুধু হেটে' যাই,
কাগজ পেলেই শুধু লেখি তাই,
কবি বলে ভাই মোর এ' জীবন শুধু
কবিতার সাথে,
জড়া'য়ে রেখে'ছি ধরার
মাঝেতে লেখার আলোকপাতে।


এই আমি আজ কলম
ধরিয়া লিখেছি অনেক লিখা,
হয়তো তাহা কাহারো লাগিয়া হয়েছে অগ্নিশিখা,
মনকে বুঝাতে বলে' যাই সবি,
নয় নয় আমি কোন মহাকবি,
হতে পারি কভু যদি গড়ে প্রভু.
মাধ্যমা-অনামিকা,
একসাথে করে'
লিখিতে চাইছি নন্দিত সব লিখা।


প্রকৃতির সাথে হাতে হাত রেখে'
কোথা' চলি নাহি জানি,
কাহার তরেতে লিখিবো কবিতা.
কহিবো আমার বাণী,
কোন সে ষোড়শী প্রতিদিন ভোরে,
কুহেলিকা ভেদি এসে মোর দ্বোরে,
খুঁজিবে আমায়, এই মোর
সাথে তাহার জীবনখানি,
বাঁধিতে চাহিবে আপন
আঁচলে মুছিয়া চোখের পানি।


তাহার তরেতে বলে'
যা'বো আমি আমার সকল কথা,
যদিও এহেন হ'বেনা কখনো এ
মহা অসঙ্গতা,
কেন কেন? শুধু কহিতে পারিবে,
জবাবটা তার কভু না আসিবে,
এ মহা স্বপ্ন দেখে যাই আমি মানব জনম
প্রথা,
স্বপ্নের মাঝেই
দেখি কে জনা হয়েছে স্বর্ণলতা।


কি লিখিবো আজি! কলম-
কাগজে উদিত হয়না রবি,
কি লিখিবো আজি দুঃখ
বিষাদে হারিয়েছি ভাষা সবি,
কিসের দুঃখ কিসের জ্বালা?
কেউ মোর
লাগি গাঁথেনাকো মালা,
কেউতো আঁকেনা কাহারো হৃদয়ে এই
অধমের ছবি,
কেউতো বলেনা তাই আপনায়
আপনারেই বলি কবি।