সেদিন আমি লীলাবতী দীঘির মেলায়
হঠাৎ পেলাম তোমায় যেন ভাগ্য খেলায়
হারানো প্রেম উঠলো জেগে মনের মাঝে
হৃদয়ে দেখি কষ্ট-দুঃখের বিষাণ বাজে।


সবুজ-শ্যামল গাছ-গাছালীর মধ্য দিয়ে
যাচ্ছো তুমি, সাথে আমার হৃদয় নিয়ে
মৃদু স্বরে ডাকলাম আমি শুনলে না হায়
মনে হলো হৃদয় আমার যায় ফেঁটে যায়


দু'চোখ বেয়ে পড়লো ঝরে দুখের পানি
কোথায় তুমি চলছো প্রিয়া নাইবা জানি
সবুজ ভূমির মধ্য দিয়ে হাটছো একা
জানি আমি চাওনা তুমি আমার দেখা।


যাচ্ছ কোথা' কার হৃদয়ের প্রীতির টানে
কষ্ট আমার মনের দ্বারে আঘাত হানে
ডাকি তোমায় চাওনা ফিরে একটুখানি
একবার এসো মুছে দিতে চোখের পানি।