কই কবিগণ কি লেখো আজ?
মানবতার পক্ষে লেখো
ক্ষুধার্ত ঐ মানুষগুলো
কেমন করে কাঁদছে দেখো
একটু দেখো কেমন করে
ভাসছে মানুষ সাগর জলে
তারপরেও তোমার কলম
অন্য পথে কেন চলে?
কিসের প্রেমের কাব্য লেখো
সবকিছু আজ দাফন করো
প্রেম-প্রকৃতি বাদ দিয়ে আজ
শক্ত হাতে কলম ধরো
বীরের বেশে চালাও কলম
মানবতার পক্ষে বলে
লেখো লেখো কাব্য লেখো
কাব্যে যেন অগ্নি জ্বলে
সময় এখন! দ্রুত লেখো
নয়লে তুমি লিখবে কবে?
ভয় পেয়োনা কলম চালাও
সত্য কথা লেখতে হবে।


যাও লিখে আজ তাদের কথা
কোটি টাকার মালিক যারা
গরীব শিশুর রক্ত চুষে
নষ্ট দেশের শ্রেষ্ঠ তারা
গরীব দুঃখীর খাদ্য কেড়ে
যারা হলো বিত্তশালী
লিখো আজি তাদের কথা
জাহান্নামের অগ্নি জ্বালি
কাব্যে তোমার উঠাও তুফান
সিংহাসন ঐ ধ্বংস করো
মরতে যদি হয় তাহলে
ওদের মেরে পরেই মরো।


জাগো সবাই, জাগছি আমি
কলম নামের অস্ত্র হাতে
কৃষক-শ্রমিক-চাকর-বণিক
সবাই জাগো আমার সাথে
আয়রে ছুটে গরীব কাঙাল
আজকে মোরা বদলা নেবো
আত্মসাতের টাকায় গড়া
প্রাসাদটা আজ জ্বালিয়ে দেবো
কোথায় তোরা শিঘ্রই আয়
কোদাল-কুড়াল সঙ্গে নিয়ে
ফিরবো ঘরে অত্যাচারী
জালিমগুলোর কবর দিয়ে।