দেখ চেয়ে দেখ জগৎখানি
অন্ধকারে ভরে আছে
আয়রে যুগের লিখক-কবি
আয় ছুটে আয় আমার কাছে
কান পেতে শোন তোদেরকে আজ
কিছু কথা শুনাই আমি
মনে রাখিস তোর হাতের ঐ
কলম কিন্তু অনেক দামী।


এই কলমে খেলবি রে আজ
অত্যাচারীর জীবন নিয়ে
গরীব দুঃখীর দুঃখের কথা
লেখবিরে এই কলম দিয়ে
এই কলমে ধরবি তুলে
ক্ষুধার্তদের জীবন-কথা
এই কলমে তুলে দিবি
মানুষ মারার নষ্ট প্রথা।


জানি এমন লিখতে গেলে
পথে অনেক কাঁটা পাবি
সেই সে পথের কাঁটা ভেঙে
সম্মুখেতে এগিয়ে যাবি
সত্য লিখে সত্য বলে
তুলবি সুরুজ গভীর রাতে
সমাজটা তোর করবে বিরোধ
কি আসে যায় বলনা তাতে!


পাগল-ছাগল বলবে তোকে
থাকবি করে মাথা নিচু
যতই বলুক খারাপ কথা
শুনিস না তুই কোন কিছু
যতই আসুক বাঁধা বিপদ
সত্য কথা যাবিই বলে
সারা জীবন ভরেই যেন
সত্য পথে কলম চলে


শরীরে তোর যত সময়
এক ফোটাও রক্ত আছে
সত্য কথা যাবি লিখে
আল্লাহ যে তোর সঙ্গে আছে
সত্যপথে যা লিখে যা
হাজার কথা বলবে লোকে
সবার গালাগালি শুনে
থাকিসনারে কোনো শোকে।


ভাবছিস এখন কেমন করে
তোর এ জীবন মুক্ত রবে
ভাঙিস না মন আসছে সে ক্ষণ
সত্য কথার বিজয় হবে
সেই দিন সেই বিজয় ক্ষণে
তোকেই স্মরণ করবে লোকে
আর দেরী নয় খুব শিঘ্রই
এই পৃথিবী খুঁজবে তোকে।