অসহায় একটি দৈন্য পরিবার
ক্ষুধার জ্বালায় অন্তঃসার।
মাথা গুজিবার মাথাল নেই,
পা রাখার মাটি নেই,
নিজ সম্পত্তির চিপার।
কখনো ঘূর্নি আবর্তনে
সমাজপতির  অযাচিত কালনাগিনির থাবায় কুপাগাত।
প্রতি ক্ষণ ক্ষণ ক্ষুদাতুর ক্ষুদিত চিৎকার।
পৃথিবী মহাসম জল তাদের চোখের কুণের শিশির-
বুকফাটা বজ্রপাত গুড়ুম গুড়ুম শব্দে-
বিদ্যুত বেগে চিলমারি।
আহা! এ কি তাদের নিয়তি?.
ছেড়াকাটা কাপড় একটি থালা
রয়েছে,
ধ্বংস হয়ে গেছে সব।
টিন সেড় কুড়ো ঘরটি ও ওপরের যাতাকলে পিষ্ট।
খরা স্রোত নদীর বহমানের ন্যায় ভেসে গেছে
অসহায় একটি দৈন্য পরিবার।