শব্দের সমাধি প্রান্তে দাঁড়িয়ে
তোমার মুখোমুখি ! আকাশের মন খারাপ
চোখ জুরে কান্না, কেঁদে একাকার।
সব শব্দরা অভিমানে ঝড়ে গেল,
পরে রইল কিছু অজানা স্মৃতির ফোঁটা।
সমাধীতে তবু ফুল ঝরে সুবাস ছড়ায়,
ক্রমাগত মিলিয়ে যায় শূণ্যে অন্ধকারে।
সময় বয়ে যায় স্মৃতিরা কেঁদে কেঁদে হয় খুন,
তবু গোপনে-প্রকাশ্যে ডানামেলে স্বপ্ন পাখি।


                         ২৪/১১/২০১৪