অন্ধাকারের মাঝে যে পথ খুঁজে পায় সেই সঠিক পথিক
কারো যদি চারদিক অন্ধাকার হয়ে যায় তার কি করা উচিত
ধর্য্যর সাথে মোকাবলা নাকি নিমেশেই ভেঙ্গে পরা ।
আজ আমার চতুর্রদিক ঘোলাটে যেন
পূণির্মার মধ্যে আমাবর্শা হয়েছে
যে দিকেই চোখ যায় শুধুই অন্ধাকার
যা অমি কথনো ভাবিনি তাই ঘটে যাচ্ছে
কেউ কি নেই অন্ধাকারের মাঝে আলো হাতে এগিয়ে আসবে ।
কেউ কি বন্ধু হয়ে সান্তনা দিবে
এমন কেউ কি নেই যে দুঃখের সময়ে সঙ্গি হযে প্রেরনা যোগাবে ।
মত দুঃখের মাঝে ও আমার পাশে থেকে আমার সুখ-দুঃখকে ভাগ করে নেবে
নেই সেরকম কেউ নেই যে এই সময়ে আলোর সন্ধান দিবে ।
নাকি সারা জীবন আমাকে অন্ধাকারের মাঝে পরে থাকতে হবে ।
কেউকি নেই এই পথও হারা কে সুখের স্বপ্ন দেখাবে ।
হয়তো নেই অথবা আছে যাকে
হাতের কাছে রেখেও খুঁজছি অন্য কোথাও
নাকি লোকালয় মিলিয়ে গেছে কোথাও।