উৎসর্গঃজেনিস কে-


ভালোবাসা আকাশের শুভ্র মেঘ, তুলার মত ।
ভালোবেসে আপনি আকাশ হতে পারেন,
হতে পারেন শুভ্র মেঘ
অথবা বিকেলের ক্লান্ত রোদ- আহা! স্বপ্নের জাহাজ
ভেসে যায় সমুদ্র সেখানে মাতাল যুদ্ধ প্রতিনিয়ত
মরে যাও বেঁচে ওঠো


এমন নাটকের স্ক্রিপ্ট
কে লিখেছেন?
কে পরিচালক?
আমরা জানি কি?


আমারা সবাই অভিনেতা
পরিচালক মহোদয় দারুন দক্ষ কারিগর
কখন কোন চরিত্র বাদ দিবেন
কি তুলবেন ক্যামেরায় তার
খবর জানা নেই


টম জেরির দৌড় ঝাপ চলছেই,চলছেই


অভিনয় শেষে
ফিরে যেতে হয়
আপন ঘরে


-ঘর কোথায়?


নাটক শেষ হয়।
আবার খোঁজে নতুন কোন
বর্বর, লোমহর্ষ কাহিনী
যা উপভোগ্য
হরেক রকম বাহানা প্রেক্ষাপটে;


রমনীরা গুনোবতী-মায়বতী।