রাত নেমে আসে
বুকের ভাজে-ভাজে লুকিয়ে থাকা
কষ্ট গুলোকে উসকে দিতে।


বুকের কষ্টটা বিধে থাকে
ঠিক গলার নিচটায়।


নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া
আর কোন পথ দেখিনি।


জানি ভাববে ভুলে যাচ্ছি তোমায়
তবু ভুল করে তোমার
ভুল ভাঙাতে যাব না।


ব্যর্থতাকে মেনে নিতে আমি
কখনই অপারগ নয়।


এখন আমি কষ্ট পুষি রাশি-রাশি
তোমার বুকে জমা কষ্ট
দিয়ে যেও আমায়।


মন খারাপ করে আর মনকে কষ্ট দেওয়ার
কোন মানে নেই আমার কাছে।
মন কি আর শোনে মনের বারন?